Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen's Charter

মাঠ পর্যায়ের সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)


২.  ভিশন ও মিশন

 Vision: শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ।


Mission : জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির আবহ তৈরি করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল

   মানবিক বাংলাদেশ গঠন।


২. প্রতিশ্রুত সেবাসমুহ

নাগরিক সেবা


ক্র.

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/ উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল


8

০১.


১। সংগীত প্রশিক্ষণ প্রদান (উচ্চাঙ্গ, সাধারণ)

২। নৃত্য (উচ্চাঙ্গ,  সাধারণ)

৩। নাটক

৪। চারুকলা

৫। যন্ত্রসংগীত (তবলা)

৬। অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের ভাতা প্রদান সংক্রান্ত্র তথ্য।

৭। সাংস্কৃতিক সংগঠনের অনুদান প্রদান সংক্রান্ত তথ্য।

৮। ভাতা/অনুদান সংক্রান্ত তথ্য

৯। গুনী ব্যক্তিদের সম্মাননা প্রদান সংক্রান্ত তথ্য।

১০। অডিটোরিয়াম ভাড়া। 



৪ বছর মেয়াদী কোর্স


জন্মনিবন্ধন/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও রঙ্গিন ছবি


ভর্তির সংক্রান্ত আবেদন ফরম, অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের ভাতা ফরম, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুদান ভাতার ফরম এবং জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা তথ্য ফরম


প্রাপ্তিস্থান- জেলা শিল্পকলা একাডেমি, দশানী, বাগেরহাট, কার্যালয়, বাগেরহাট।


ওয়বেসাইট-

shilpakala.bagerhat.gov.bd


প্রযোজ্য নয়            



জেলা কালচারাল অফিসার

জেলা শিল্পকলা একাডেমি

বাগেরহাট।

টেলিফোন-02477751558

মোবাইল নং- ০১৭৭১৪৫৭৪৩২

ই-মেইল- rafiq656@gmail.com


জেলা কালচারাল অফিসার

জেলা শিল্পকলা একাডেমি

বাগেরহাট।

টেলিফোন- 02477751558

মোবাইল নং- ০১৭৭১৪৫৭৪৩২

ই-মেইল- rafiq656@gmail.com